
শ্রমিকদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের নোটিশ অব অ্যাওয়ার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমের (ইআইএস) আওতায় ইপিজেড শ্রমিকদের এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে কর্মক্ষেত্রে মৃত্যু বা স্থায়ী অক্ষমতায় পড়া শ্রমিক পরিবারগুলো দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তা পাবে। গত রোববার বেপজার গ্রিন রোডের কার্যালয়ে প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম ইপিজেডের দুজন মৃত শ্রমিকের পরিবার এবং কুমিল্লা ইপিজেডের একজন স্থায়ীভাবে অক্ষম শ্রমিকের হাতে ক্ষতিপূরণের নোটিশ অব অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়। এর মাধ্যমে তারা পেনশনের মতো মাসিক আর্থিক সহায়তা পাবেন, যা পরিবারগুলোর টেকসই সুরক্ষা নিশ্চিত করবে। গত ২৬ ফেব্রুয়ারি বেপজা, আইএলও ও জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের মধ্যে লেটার অব ইনটেন্ট স্বাক্ষরের মাধ্যমে প্রকল্পটির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে বেপজা, বিনিয়োগকারী, শ্রমিক কল্যাণ সমিতি ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ে একটি এন্ডোর্সমেন্ট কমিটি গঠন করা হয়। গতকাল বৈঠকে প্রথম তিনজন শ্রমিকের জন্য ক্ষতিপূরণের অনুমোদন দেওয়া হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, ‘আজকের দিনটি বাংলাদেশের শ্রমিক সুরক্ষা ব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই নোটিশ অব অ্যাওয়ার্ড শ্রমিকদের প্রতি সংকটকালে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতির প্রতীক।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি