
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ব্যাংকের প্রধান কার্যালয়ে তার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দ্বায়িত্ব) মোহাম্মদ জিয়াউল করিম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ সবস্তরের নির্বাহী- কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দ্বায়িত্ব) মোহাম্মদ জিয়াউল করিম তার বক্তব্যে বিসিবিএলর এই দীর্ঘ পথচলায় সফলতাণ্ডবিফলতার সমীকরণে আলোকপাত এবং ব্যবসায়ীক অভীষ্ট লক্ষ্যে পৌছানোর স্পৃহা ও দিক নির্দেশনা প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি