ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের খুলনা-সাতক্ষীরা হাইওয়ে সড়ক সংলগ্ন কৈয়া বাজার সন্নিকটস্থ নির্ধারিত স্থায়ী ক্যাম্পাসের জমিতে গতকাল এক বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। পূবালী ব্যাংক পিএলসি, শেখপাড়া বাজার শাখার উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। প্রধান অতিথি একটি আম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরাজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আমাদের জীবন ধারণ ও আর্থ-সামাজিক ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য এবং বনায়নের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা পায়। ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও পরিবেশ সুরক্ষায় এই বনায়ন ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংক শেখপাড়া বাজার শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ইমরুল ইসলাম ও কৈয়া বাজার শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মহসিন। এছাড়া ব্যাংকের সাপোর্ট ইঞ্জিনিয়ার ও সিনিয়র অফিসার সুমন সাহা, সিনিয়র অফিসার শেখ সোহেল রানা ও জুনিয়র অফিসার অসীম কর্মকার উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত