ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রথমবারের মতো সুদহার কমাল ফেড

প্রথমবারের মতো সুদহার কমাল ফেড

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি বছরে প্রথমবারের মতো সুদের হার কমিয়েছে। ধীরগতির চাকরি ও কর্মসংস্থানের ঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চাপের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। ফেড ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ঋণের মানদ- সুদহার ৪.০ থেকে ৪.২৫ শতাংশ সীমার মধ্যে নির্ধারণ করেছে। এ বছর আরও দুটি সুদহার কমানোর ইঙ্গিতও দিয়েছে। ফেড চেয়ার জেরোম পাওয়েল বলেন, কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীনতা বজায় রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

তবে তিনি স্বীকার করেন যে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, মুদ্রাস্ফীতি ও শ্রমবাজারে কেমন প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণ করেই নয় মাস পর সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী নতুন ফেড গভর্নর স্টিফেন মিরান বুধবারের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তিনি ৫০ বেসিস পয়েন্টের বৃহত্তর হার হ্রাসের পক্ষে ছিলেন। হার নির্ধারণকারী ফেডারেল ওপেন মার্কেট কমিটির অন্য ১১ জন ভোটার সদস্য কোয়ার্টার পয়েন্ট হ্রাসকে সমর্থন করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত