ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তৃতীয়বারের মতো সুপারব্র্যান্ডস সম্মাননা পেল ইবিএল

তৃতীয়বারের মতো সুপারব্র্যান্ডস সম্মাননা পেল ইবিএল

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) আবারও বাংলাদেশের অন্যতম আস্থাভাজন ও প্রভাবশালী ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ সুপারব্র্যান্ডস সম্মাননা অর্জনের মধ্য দিয়ে এক্সিলেন্স, উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতি আবারও প্রমাণিত হলো। ঢাকার হোটেল লা মেরিডিয়ান সুপারব্র্যান্ডস বাংলাদেশ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করা হয়। দেশের শীর্ষ স্থানীয় শিল্প ও বিপণন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ব্র্যান্ড কাউন্সিল কঠোর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্ধারণ করে। দীর্ঘস্থায়ী ব্র্যান্ড ঐতিহ্য, ব্যাংকিং খাতে কৌশলগত গুরুত্ব, ধারাবাহিক সেবার উৎকর্ষতা এবং গ্রাহকের দৃঢ় আস্থার জন্য ইবিএলকে এই পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়। এই স্বীকৃতির মধ্য দিয়ে ব্যাংকটির শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স, উদ্ভাবনের প্রতি নিষ্ঠা এবং উন্নত গ্রাহকসেবা প্রদানে অবিচল মনোযোগ প্রতিফলিত হয়েছে- যা বাংলাদেশের আর্থিক খাতে তাদের নেতৃত্বের পরিচয় বহন করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত