ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আমানতকারীদের ভোগান্তি বাড়াবে দুর্বল ব্যাংক

আমানতকারীদের ভোগান্তি বাড়াবে দুর্বল ব্যাংক

দখল ও লুটপাটের কারণে আমানতকারীদের আমানত ফেরত দিতে পারছে না দুর্বল ব্যাংকগুলো। এতে ভোগান্তি ও উদ্বেগ বাড়ছে। জুন প্রান্তিকে ব্যাংক খাতে খেলাপি ঋণ আরও দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তখন কিছু দুর্বল ব্যাংক থেকে আমানতকারীদের টাকা তুলতে আরও বেগ পেতে হবে।

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ব্যাংক খাত নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তারা জানায়, দখল ও লুটপাটের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ পাঁচ লাখ ৭০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা আছে।

এভাবে খেলাপি ঋণ বেড়ে আগামীতে মোট ঋণের মধ্যে খেলাপির হার ৩০ থেকে ৪০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। খেলাপি ঋণের কারণে ব্যাংক খাতে তারল্য সংকট আরও বেড়ে যাবে।

বক্তরা জানিয়েছেন, ব্যাংক খাতের এ সংকট আরও দীর্ঘ সময় থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত