
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং অপটিমাপ্লাস্ট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডর মধ্যে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) মোট ৩ একর জমি বরাদ্দের জন্য গতকাল জমি লিজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেজা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য প্রতিষ্ঠানটি রিলায়েন্স ক্যান ইন্ডাস্ট্রি (প্রাইভেট) লিমিটেড নামে ১৯৯৪ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে উচ্চমানের প্লাস্টিক রিজিড পণ্য বা প্যাকেজিং পণ্য উৎপাদক হিসেবে কাজ করছে প্রতিষ্ঠান। উৎকর্ষতা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটি টেকসই, নির্ভরযোগ্য ও বহুমুখী প্লাস্টিক পণ্য তৈরি করে, যা বিভিন্ন শিল্প ও ব্যবসার বহুমাত্রিক চাহিদা পূরণে উপযোগী। প্রতিষ্ঠানটি উন্নত প্রযুক্তি ও প্রিমিয়াম কাঁচামাল ব্যবহার করে নানা ধরনের প্লাস্টিক রিজিড পণ্য সরবরাহ করে থাকে, যা মূলত Backward Linkage -এর মাধ্যমে অন্যান্য বড় শিল্প প্রতিষ্ঠানের চাহিদা মিটিয়ে থাকে। এর মধ্যে রয়েছে- কনটেইনার, প্যাকেজিং সল্যুশন, শিল্প উপাদান ইত্যাদি। পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদন প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে অপটিমাপ্লাস্ট ইন্ডাস্ট্রিজ কাজ করছে, যাতে পরিবেশগত প্রভাব কমানো যায় এবং একইসঙ্গে পণ্যের উৎকর্ষতা বজায় থাকে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি