
বাংলাদেশে কার্যরত বিমা কোম্পানিসমূহের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন ও সার্বিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটর (বিএফআইইউ) উদ্যোগে বিমা কোম্পানিসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন লং বিচ হোটেল, কক্সবাজারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ, মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- হেড অব বিএফআইইউ (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান খান চৌধুরী। দুই দিনব্যাপী আয়োজিত সম্মেলনে বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম, বিমা কোম্পানিসমূহের মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের সংগঠন ICCAB এর প্রতিনিধিরা এবং বিমা কোম্পানিসমূহের মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তারা অংশ নেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি