ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বর্জ্য কাপড় দিয়ে সুতা তৈরি শুরু এনভয় টেক্সটাইলের

বর্জ্য কাপড় দিয়ে সুতা তৈরি শুরু  এনভয় টেক্সটাইলের

বিশ্বের প্রথম লিড প্ল্যাটিনাম সনদপ্রাপ্ত ডেনিম টেক্সটাইল মিল এনভয় টেক্সটাইল লিমিটেডের ‘স্টেট অব দ্যা আর্থ ওয়েস্টেজ ফ্যাবরিক রিসাইক্লিং প্ল্যান্ট’ পুরোপুরি কার্যক্রম শরু করেছে। এই কারখানায় কোম্পানিটি বর্জ্য কাপড়কে পুনঃব্যবহার করে সুতা তৈরি করবে। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

এনভয় টেক্সটাইল কর্তৃপক্ষ জানায়, গত বছরের সেপ্টেম্বরে নেওয়া এ উদ্যোগটি তারা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে। এ কারখানায় তারা বর্জ্য কাপড় প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রতিদিন ১২ টন সুতা উৎপাদন করতে পারবে।কোম্পানিটি মনে করছে, এই প্রকল্পটি এনভয় টেক্সটাইলকে বিশ্ব বাজারে টেকসই টেক্সটাইলের প্রতিযোগিতামূলক সুবিধা জোরদার করবে। একইসঙ্গে এটি কোম্পানির দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

গত বছরের সেপ্টেম্বর মাসের শুরুতে কোম্পানিটি জানিয়েছিল, তারা বর্জ্য কাপড়কে পুনঃব্যবহার করে সুতা তৈরির রিসাইক্লিং এই প্ল্যান্টে ২৩ কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করবে। এর মধ্যে ৭০ শতাংশ ঋণ এবং ৩০ শতাংশ নিজস্ব অর্থায়নে বিনিয়োগের কথা জানানো হয় তখন।ওই সময়ে কোম্পানিটি আরও জানায়, নতুন এই প্ল্যান্টের পুর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে এর মাধ্যমে তাদের টেক্সটাইল মিলের অতিরিক্ত রাজস্ব আয় বার্ষিক প্রায় ৫০ কোটি টাকা প্রবৃদ্ধি আসবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত