ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সনি এক্সপোর মেয়াদ বাড়ল দুই দিন

সনি এক্সপোর মেয়াদ বাড়ল দুই দিন

ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ বিবেচনায় রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বছরের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী সনি এক্সপো ২০২৫-এর মেয়াদ বাড়ল দুই দিন। গতকাল রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সনি-স্মার্টের জনসংযোগ প্রতিষ্ঠান উইন্ডো মিডিয়া লিমিটেড।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সনি-স্মার্টের উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় গত শুক্রবার সকাল থেকে চলছে জাপানের সনি পণ্যের প্রদর্শনী। শুক্র ও শনিবার দুই দিন মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের ছিল উপচেপড়া ভিড়, অনেকেই এক্সপোর সময়সীমা বাড়ানোর দাবি করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার রাত পর্যন্ত এক্সপো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সনি-স্মার্ট কর্তৃপক্ষ। তাই শুক্রবার সকাল থেকে শুরু হওয়া সনি এক্সপো ২০২৫ চলবে আজ রাত পর্যন্ত।

প্রতিদিন খোলা থাকছে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। সনি এক্সপো ২০২৫ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। সনি পণ্যের প্রদর্শনীটির আয়োজন করেছে, বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বিপণনকারী প্রতিষ্ঠান সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত