
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কৃষিবিদ সমিতির নির্বাচনে কৃষিবিদ মো. হুমায়ুন কবির সভাপতি এবং কৃষিবিদ ড. মো. আকিকুল ইসলাম আকিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকাসহ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও যশোরের পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
তারা ২০২৬-২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে দু’টি প্যানেলের মোট ৬২ জন প্রার্থী ২৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে হুমায়ুন-আকিক প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে জয়ী হয়। সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, উপ-পরিচালক, যুগ্ম পরিচালক, অতিরিক্ত মহাব্যবস্থাপক ও মহাব্যবস্থাপকসহ মোট ৩০০ জন ভোটার এবারের নির্বাচনে ভোট দেন। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মো. হুমায়ুন কবির সব ভোটারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পাশাপাশি ভোটারদের সহযোগিতা কামনা করেন, যাতে নবনির্বাচিত কমিটি সদস্যদের কল্যাণে সংগঠনটি কার্যকরভাবে পরিচালনা করতে পারে।