
কটেজ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) ও স্টার্টআপ গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণের লক্ষ্যে এনসিসি ব্যাংক আনুষ্ঠানিকভাবে ‘ভিসা বিজনেস মাল্টিকারেন্সি ডেবিট কার্ড’ এর উদ্বোধন করেছে। এই কার্ডটি ব্যবসায়িক গ্রাহকদের জন্য নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থাপনা, উচ্চ লেনদেন সীমা এবং রিয়েল-টাইম লেনদেনের সুবিধা প্রদান করবে। এই ডুয়াল কারেন্সি কার্ডটি আন্তর্জাতিকভাবে ব্যবহারযোগ্য এবং এতে ব্যবসার নাম এমবসিং এর সুবিধা থাকছে, যা প্রতিটি লেনদেনের মাধ্যমে গ্রাহকদের ব্র্যান্ড ইমেজকে আরও শক্তিশালী করবে। সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগামস্ ডিপার্টমেন্ট এর পরিচালক নওশাদ মোস্তফা ও অতিরিক্ত পরিচালক মোস্তাফিজুর রহমান; ভিসা এর বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ ও ভিসা এর দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভলপমেন্ট পরিচালক আরিফুর রহমান, এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম, মো. হাবিবুর রহমান ও এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মাহসিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি