ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ক্র্যাবের বোর্ড সভা অনুষ্ঠিত

ক্র্যাবের বোর্ড সভা অনুষ্ঠিত

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)-এর ১০৫তম বোর্ড সভা গতকাল মঙ্গলবার রাজধানীর মহাখালিস্থ স্কয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্র্যাবের চেয়ারম্যান নূর এ আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন-বোর্ড সদস্য তপন চৌধুরী, আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রতিনিধি আসিফ সাদ বিন শামস, তানিয়া নুসরাত জামান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)’র প্রতিনিধি মো. নূরুল হুদা এবং ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেদ শামস আজাদ। সভায় চলমান বাজার পরিস্থিতি ও চ্যালেঞ্জ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতে ক্রেডিট রেটিং সেবা সম্প্রসারণে ক্র্যাবের নতুন উদ্যোগ এবং দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বোর্ড সদস্যরা উল্লেখ করেন, দেশের আর্থিক খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে নির্ভরযোগ্য ও মানসম্মত ক্রেডিট রেটিং সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদ- বজায় রেখে সঠিক ও স্বচ্ছ রেটিং প্রক্রিয়া নিশ্চিত করতে ক্র্যাবের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত