ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জলসিঁড়ি আবাসন এলাকায় ট্রাস্ট ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

জলসিঁড়ি আবাসন এলাকায় ট্রাস্ট ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

ট্রাস্ট ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন এলাকায় তাদের ‘জলসিঁড়ি শাখা’ আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ শাখার উদ্বোধন করেন। নতুন এই শাখার উদ্বোধনের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক সারা দেশে তাদের শাখা সম্প্রসারণের ধারাবাহিকতায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করল। ট্রাস্ট ব্যাংক পিএলসির এ শাখা উদ্বোধনের ফলে দ্রুত উন্নয়নশীল জলসিঁড়ি আবাসন এলাকার জনগণ ও ব্যবসায়ীরা আরও সহজ, অন্তর্ভুক্তিমূলক ও গ্রাহক-কেন্দ্রিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। নতুন এ শাখাটি আধুনিক ডিজিটাল ব্যাংকিং প্রযুক্তির সহায়তায় রিটেইল ও কর্পোরেট ব্যাংকিং সেবার পূর্ণাঙ্গ পরিসর প্রদানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ; কোয়ার্টার মাস্টার জেনারেল; ট্রাস্ট ব্যাংক-এর ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত