
আইসিডিডিআরবির হসপিটাল এনডাউমেন্ট ফান্ডে অনুদান দিয়েছে শ্রীলংকাণ্ডবাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান, অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি (এএফপিএলসি)। স্বনামধন্য এই আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রটি বিশ্বের সর্ববৃহৎ কলেরা হাসপাতাল পরিচালনা করে এবং প্রতি বছর তিন লাখের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। সম্প্রতি মহাখালীতে আইসিডিডিআরবির অফিসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার সাহা, আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদকে একটি চেক হস্তান্তর করেন। আইসিডিডিআরবি একটি আন্তর্জাতিক স্বাস্থ্যগবেষণা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে অবস্থিত এবং বিশ্বজুড়ে স্বাস্থ্যনীতি ও চর্চায় প্রভাব ফেলেছে তার উদ্ভাবনী গবেষণা ও কার্যকর সমাধানের মাধ্যমে। ডা. তাহমিদ আহমেদ বলেন, ‘অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির ধারাবাহিক সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এই ধরনের অংশীদারিত্ব আমাদের মিশন- জীবন রক্ষা এবং স্বাস্থ্যগবেষণার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইসিডিডিআরবির পক্ষ থেকে আরমানা আহমেদ (হেড অব ডেভেলপমেন্ট), আবদাল্লা আহমাদ আব্বাস (ফাইন্যান্স ডিরেক্টর), ডা. মোহাম্মদ জাকিরুল করিম (প্রধান, ঢাকা হাসপাতাল), ও নাসের আজাদ (ডোনর রিলেশনস ম্যানেজার)। অন্যদিকে, অ্যালায়েন্স ফাইন্যান্স-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- নাভিলা হাসান, (ডেপুটি ম্যানেজার, ব্র্যান্ড, কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স)। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি