
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বিদেশি বিনিয়োগ আকর্ষণে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে। এরই ধারাবাহিকতায়, চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫০তম প্রতিষ্ঠান হিসেবে শিল্প স্থাপনের লক্ষ্যে লিজ চুক্তি স্বাক্ষর করেছে জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেড। এই মাইলফলক বিনিয়োগ গন্তব্য হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চলের ক্রমবর্ধমান খ্যাতিকে আরও শক্তিশালী করবে। সিঙ্গাপুর ও চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেড, বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চমানের পোশাক ও আউটডোর পণ্য উৎপাদনকারী শিল্প স্থাপনের লক্ষ্যে ২৭.৫৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ উপলক্ষে বেপজার সদস্য (বিনিয়োগ, উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হ্যান জানজিয়াও আজ ঢাকায় বেপজা কমপ্লেক্সে এই চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি বছরে ১৬ মিলিয়ন পিস উচ্চমানের পোশাক ও আউটডোর পণ্য উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ৩ হাজার ৪৬৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি