ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি দ্রুতই চূড়ান্ত হবে

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি দ্রুতই চূড়ান্ত হবে

দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি শিগগিরই চূড়ান্ত হবে। গতকাল বুধবার এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গে বৈঠক করার আগে এ কথা বলেন। প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রাম্পের। তিনি দক্ষিণ কোরিয়ার শহর গিয়ংজুতে অনুষ্ঠিত এপেক সিইও সম্মেলনে প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘কোরিয়া প্রজাতন্ত্রের সাথে আমাদের চুক্তি খুব শিগগিরই চূড়ান্ত করা হবে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। ট্রাম্প আরও বলেন, ‘আমরা সত্যিই একসঙ্গে কাজ করছি, এবং আমাদের একটি বিশেষ সম্পর্ক আছে, একটি বিশেষ বন্ধন। প্রকৃতপক্ষে, আমরা জাহাজ নির্মাণ ক্ষেত্রেও একসঙ্গে কাজ করছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত