ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএইচবিএফসিতে গণশুনানি অনুষ্ঠিত

বিএইচবিএফসিতে গণশুনানি অনুষ্ঠিত

ঢাকায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) সদর দপ্তরে গতকাল বুধবার প্রতিষ্ঠানটির চলমান গ্রাহক সেবা পক্ষের অন্যতম কর্মসূচি হিসেবে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে চলমান এ সেবা পক্ষের গণশুনানি অনুষ্ঠানে বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান সভাপতিত্ব করেন। উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম সরদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সভা কক্ষে উপস্থিত ছিলেন। বিএইচবিএফসির সব জোনাল ও শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি এ সভায় সংযুক্ত ছিলেন। প্রতিটি শাখা অফিস থেকে উল্লেখযোগ্য সংখ্যক অংশীজন এ শুনানি অনুষ্ঠানে মুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলেন। মো. আব্দুল মান্নান অংশীজনদের সব প্রশ্নের জবাব প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত