
পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ মেডিকেল কলেজকে একটি মাইক্রোবাস প্রদান করেছে। বাংলাদেশ মেডিকেল কলেজের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জালালউদ্দিন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- Bangladesh Medical Studies and Research Institute এর নির্বাহী কমিটির কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, অনারারি সেক্রেটারি মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম, অনারারি ট্রেজারার ইঞ্জিনিয়ার জিএম জয়নাল আবেদীন ভূঁইয়া, বাংলাদেশ মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী মাজহারুল ইসলাম, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চল প্রধান একেএম আব্দুর রকীব, ধানমন্ডি শাখা প্রধান ও উপ-মহাব্যবস্থাপক নিগার সুলতানা। এ সময় চিকিৎসক, শিক্ষার্থী ও হাসপাতালের কর্মকর্তাসহ উভয় প্রতিষ্ঠানর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ মেডিকেল কলেজের ভবিষ্যৎ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি