
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার চীনা পণ্যের ওপর ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে চীনা নেতা সি চিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের প্রথম মুখোমুখি আলোচনার পর, তার চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। এ বছর প্রেসিডেন্ট হিসেবে আবারও দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ফেন্টানিল সরবরাহে চীনের ভূমিকার অভিযোগে চীন থেকে আসা পণ্যের ওপর ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেন। তবে, গত মাসে দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প ও সি’র বৈঠককালে চীন এমন পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে যাতে সিন্থেটিক মাদক ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত ‘প্রিকার্সর’ (উৎপাদনের মূল উপাদান) রাসায়নিকগুলোর আমদানি ও রপ্তানি সীমিত করা হয়। ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছে যে তারা চীনা আমদানির ওপর অতিরিক্ত শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে।