ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল এনআরবিসি ব্যাংক

সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল এনআরবিসি ব্যাংক

টেকসই উন্নয়ন, সামাজিক ও পরিবশবান্ধব অর্থায়নকে গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৪’ প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক। গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ডের আলোকে প্রণীত এই প্রতিবেদনের মূল প্রতিপাদ্য ‘অন্তর্ভূক্তিমূলক অর্থায়নে সবুজ আগামী’। গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ সাসটেইনেবিলিটি রিপোর্টিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌহিদুল আলম খান বলেন, জিআরআই গাইডলাইন্স অনুসরণ করে সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ এনআরবিসি ব্যাংকের আর্থিক স্থিতি, পরিবেশগত দায়িত্ববদ্ধতা এবং সামাজিক ন্যায়ের প্রতি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন। ভবিষ্যতে গ্রিন ব্যাংকিং, নবায়নযোগ্য জ্বালানী খাত, সামাজিক কল্যাণে অতিক্ষুদ্র খাত ও পরিবেশবান্ধব উদ্যোগের সহযোগিতা ও অর্থায়ন বাড়ানো হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ তথা সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য এনআরবিসি কাজ করে যাবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত