ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এনবিআরে তৃতীয় ‘মিট দ্য বিজনেস’ রোববার

এনবিআরে তৃতীয় ‘মিট দ্য বিজনেস’ রোববার

কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত সমস্যাগুলো সরাসরি শোনার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়মিতভাবে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী রোববার বিকেল ৩টায় ‘বন্ড অটোমেশন সিস্টেম আপ মডিউল’ সংক্রান্ত ‘মিট দ্য বিজনেস’ এর তৃতীয় পর্বের সভা আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় এনবিআরের চেয়ারম্যানের সভাপতিত্বে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএপিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস সমিতির (বিটিএমএ) প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। সভা অনুষ্ঠিত হবে এনবিআরের মাল্টিপারপাস হলরুম (কক্ষ নং : ৩০১) এ। এনবিআরের সব সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত