ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রশাসক টিম নিয়োগ

সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রশাসক টিম নিয়োগ

সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দীন। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্ম পরিচালক রওশন আক্তার। গত বুধবার তারা দায়িত্ব গ্রহণ করেন। ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ তথা সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা অটুট রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ উদ্দেশ্যে ৫টি ব্যাংককে একীভূত করে দেশের সর্ববৃহৎ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করার অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মো. সালাহ উদ্দীন এবং তার সহযোগী হিসেবে নিয়োগকৃত কর্মকর্তারা দেশের ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব। তারা এরআগে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সফল। প্রশাসকের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংকের সব সূচকের উন্নয়নসহ আমানতকারী ও গ্রাহকদের স্বার্থ সুরক্ষার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত