ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জনতা ব্যাংক চালু করল এনপিএসবি ফান্ড ট্রান্সফার ও মোবাইল রিচার্জ সেবা

জনতা ব্যাংক চালু করল এনপিএসবি ফান্ড ট্রান্সফার ও মোবাইল রিচার্জ সেবা

গ্রাহকবান্ধব আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় জনতা ব্যাংক পিএলসির ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ই-জনতায় (eJanata) যুক্ত হয়েছে এনপিএসবি (NPSB) ফান্ড ট্রান্সফার এবং মোবাইল রিচার্জ সুবিধা। একইসঙ্গে অ্যাপটির ইউজার ইন্টারফেস (User Interface) নতুনভাবে সাজিয়ে আরও আধুনিক, আকর্ষণীয় ও নিরাপদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সেবাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলম ও মো. আশরাফুল আলম এবং আইসিটি বিভাগের জিএম মোহাম্মদ আনিসসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত