ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নেক্সপেরিয়া চিপ রপ্তানি শুরু করছে চীন

নিশ্চিত করল ইইউ
নেক্সপেরিয়া চিপ রপ্তানি শুরু করছে চীন

ইউরোপীয় কমিশন বলেছে যে, চীনা কর্তৃপক্ষ নেক্সপেরিয়া চিপের রপ্তানি আংশিকভাবে পুনরায় শুরু করার বিষয়টি নিশ্চিত করেছে। যা বিশ্বব্যাপী গাড়ি নির্মাতাদের মধ্যে থাকা চিপের ঘাটতি নিয়ে উদ্বেগ কমিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সেপ্টেম্বরে ডাচ সরকার কার্যকরভাবে নেক্সপেরিয়ার নিয়ন্ত্রণ গ্রহণ করলে এই বিরোধের সূত্রপাত হয়, যা নেদারল্যান্ডসে অবস্থিত। কিন্তু যার মূল কোম্পানি চীনের উইংটেক অবস্থিত। তবে বেইজিং সপ্তাহান্তে ঘোষণা করেছে যে তারা কিছু চিপস রপ্তানি নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেবে। যা প্রেসিডেন্ট সি চিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্মত একটি বাণিজ্য চুক্তির অংশ বলে জানা গেছে। এই চিপগুলো ইউরোপে তৈরি হয়, তারপর চীনে পাঠানো হয় ফিনিশিংয়ের জন্য এবং তারপর সেগুলো ইউরোপ ও অন্যান্য বাজারে গ্রাহকদের কাছে পুনরায় রপ্তানি করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত