
বন্ডের অপব্যবহারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের কারণে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর মোহাম্মদ হাতেম।
গতকাল রোববার এনবিআরের মাল্টিপারপাস হলরুমে ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে বিজিএমইএ’র সভাপতি মাহমুদুল হাসান খানসহ শীর্ষ ব্যবসায়ী ও এনবিআর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ হাতেম বলেন, বন্ডের অপব্যবহার যারা করে তারা সমস্যায় পড়ে না। যারা করে তাদের সময়োচিত শাস্তি দেন, প্রয়োজনে তাদের ছবি পত্রিকায় দিতে পারেন। আমরা বন্ড অপব্যবহারকারীদের দেখতে চাই, তাদের প্রতিষ্ঠানের নাম জানতে চাই। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন। তাদের কারণে আমাদের মতো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়।
সরকারকে পণ্য আমদানিতে এইচ এস কোড তুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বন্ড লাইসেন্সের আওতায় পণ্য আমদানির ক্ষেত্রে এইচ এস কোড তুলে দেওয়া চিন্তাভাবনা করতে পারেন। যত সমস্যা হয়, ওই এইচ এস কোডের কারণে। বছর শেষে আমরা পাই টু পাই হিসাব দিচ্ছি। তাহলে এইচ এস কোডের ঝামেলা কেন পড়বে। এইচ এস কোডের ভুলের কারণে আবার মিথ্যা ঘোষণার অভিযোগও ওঠে। বিষয় ইতিবাচক হিসাবে দেখা উচিত।