ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও শক্তিশালী বৃদ্ধি দেখিয়েছে। গতকাল বুধবার স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীদের আগ্রহকে স্পষ্ট করেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী এবং বিলম্বিত মার্কিন চাকরি প্রতিবেদনের দিকে বাজার এখন গভীরভাবে নজর রাখছে, কারণ এগুলো ভবিষ্যৎ সুদের হারের ইঙ্গিত দেবে। গতকাল বুধবার ১০৪৭ জিএমটি পর্যন্ত স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪,১১২.৫০ ডলার-এ দাঁড়ায়। আর ডিসেম্বর ডেলিভারির মার্কিন ফিউচার স্বর্ণের দামও ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,১১২.৯০ ডলার হয়। এফএক্সটিএমণ্ডএর সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট লুকমান ওটুনুগা বলেন, আগের সেশনে স্বর্ণের দাম মনস্তাত্ত্বিক সীমা ৪,০০০ ডলারের কাছ থেকে ঘুরে দাঁড়ানোর পর বাজারে সতর্কতার মধ্যেও আজ স্বর্ণ কিছুটা ‘ঝলমল’ করছে। এদিকে বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন ফেডের অক্টোবর বৈঠকের কার্যবিবরণী ও গত বৃহস্পতিবার প্রকাশিত হতে যাওয়া সেপ্টেম্বরের চাকরি প্রতিবেদনের জন্য। রয়টার্স জরিপ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ হাজার নতুন চাকরি সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে। ওটুনুগা আরও বলেন, যদি নতুন অর্থনৈতিক তথ্য সুদের হার কমানোর পক্ষে যায়, তাহলে স্বর্ণের দাম ৪,১৩০ থেকে ৪,২০০ ডলার পর্যন্ত উঠতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত