
সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট প্রতিনিধিদের সঙ্গে প্রশাসক টিমের মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. সালাহ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সর্বজনাব মো. রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্ম-পরিচালক রওশন আক্তার। এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা এবং এজেন্ট আউটলেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এজেন্ট প্রতিনিধিরা সভায় তাদের অভিজ্ঞতা, গ্রাহকের চাহিদার বিষয়ে বাস্তবধর্মী মতামত তুলে ধরেন। সভায় প্রশাসক টিম এজেন্ট আউটলেট প্রতিনিধিদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, চলমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রশাসক এজেন্ট আউটলেটের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে ব্যাংকের সেবা প্রদানে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সেবা আরও সহজলভ্য করতে তাদের ভূমিকা, দায়িত্ব ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নিরাপদ লেনদেন নিশ্চিতকরণ, দ্রুত সেবা প্রদান এবং প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা ত্বরান্বিত করার বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি