
দেশব্যাপী একসঙ্গে দশটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করল ব্যাংক এশিয়া পিএলসি। ইসলামিক ব্যাংকিং সেবার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিকুল আরেফিন অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সম্মানিত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে দশটি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শুভ উদ্বোধন করেন।
ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির প্রাক্তন চেয়ারম্যান মুফতি শাহেদ রহমানী, প্রাক্তন সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্, ফকিহ্ সদস্য মাওলানা মুহাম্মদ মোফাজ্জল হুসাইন খান এবং ড. মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামিক ব্যাংকিংসহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। ইসলামিক ব্যাংকিং উইন্ডো প্রধান ও শাখা প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা অনলাইনে যোগদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি