
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪(৪) এবং ৩৪(৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি গ্রহণ করত বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণান্তে ১৩ মে ২০২৫ তারিখে বিইআরসি আদেশ নম্বও : ২০২৫/০৮ এর মাধ্যমে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর যথাক্রমে শুল্ক ও মূসকসহ এবং শুল্ক ও মুসকমুক্ত মুল্যহার পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তীতে কমিশন কর্তৃক মাসভিত্তিতে Platts Rate এর ভিত্তিতে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করা হচ্ছে।
০২। উক্ত আদেশের অনুচ্ছেদ ৯.২ অনুযায়ী জেট এ-১ এর পূর্ববর্তী মাসের (৫ তারিখ থেকে পরবর্তী মাসের ৪ তারিখ) প্রকাশিত Platts Rate, পূর্ববর্তী মাসে জেট এ-১ আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর এলসি সেটেলমেন্ট এর ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় মূল্য এবং ডিজেলের মূল্য পরিবর্তনের ফলে কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহণ চার্জ পরিবর্তন বিবেচনায় মাসভিত্তিতে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করার লক্ষ্যে ২৫ মে ২০২৫ তারিখে কমিশনের স্মারক নং- ২৮.০১.০০০০.০১২,২৩,০০২,২৫,২০০০ এর মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি তাদের কার্যপরিধি অনুযায়ী ৫ নভেম্বর ২০২৫ থেকে ৪ ডিসেম্বর ২০২৫ তারিখের জেট এ-১ এর Platts Rate এর গড়, উক্ত সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর LC Settlement এ মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেল এর মূল্য পরিবর্তন বিবেচনায় কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন চার্জ পরিবর্তন বিবেচনায় ৭ জানুয়ারি ২০২৬ তারিখে জানুয়ারি মাসের প্রতিবেদন কমিশনে দাখিল করেছে। ০৩। অদ্য ৭ জানুয়ারি ২০২৬ তারিখে প্রতিবেদনের বিষয়ে কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। বিস্তারিত পর্যালোচনান্তে ৫ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ সময়ে জেট এ-১ এর প্রকাশিত Platts Rate এর গড় বিপিসি এর LC Settlement এ মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের এর মূল্য পরিবর্তন বিবেচনায় জানুয়ারি ২০২৬ মাসের জন্য জেট এ-১ এর মূল্যহার কমিশন কর্তৃক নিম্নোক্তভাবে সমন্বয় করা হয়েছে : (ক) অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ১৪.৯৩ টাকা; এবং (খ) দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ০.৬২৪৬ মার্কিন ডলার। ০৪। জেট এ-১ এর সমন্বয়কৃত মূল্যহার সংক্রান্ত কমিশনের আদেশ ৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১২:০০টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে। ০৫। জেট এ-১ এর মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd তে আপলোড করা হয়েছে। পূর্ণাঙ্গ আদেশ কমিশনের ওয়েব সাইটে আপলোড করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি