ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জেট ফুয়েলের মূল্যহার সমন্বয় বিইআরসির

জেট ফুয়েলের মূল্যহার সমন্বয় বিইআরসির

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪(৪) এবং ৩৪(৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি গ্রহণ করত বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণান্তে ১৩ মে ২০২৫ তারিখে বিইআরসি আদেশ নম্বও : ২০২৫/০৮ এর মাধ্যমে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর যথাক্রমে শুল্ক ও মূসকসহ এবং শুল্ক ও মুসকমুক্ত মুল্যহার পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তীতে কমিশন কর্তৃক মাসভিত্তিতে Platts Rate এর ভিত্তিতে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করা হচ্ছে।

০২। উক্ত আদেশের অনুচ্ছেদ ৯.২ অনুযায়ী জেট এ-১ এর পূর্ববর্তী মাসের (৫ তারিখ থেকে পরবর্তী মাসের ৪ তারিখ) প্রকাশিত Platts Rate, পূর্ববর্তী মাসে জেট এ-১ আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর এলসি সেটেলমেন্ট এর ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় মূল্য এবং ডিজেলের মূল্য পরিবর্তনের ফলে কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহণ চার্জ পরিবর্তন বিবেচনায় মাসভিত্তিতে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করার লক্ষ্যে ২৫ মে ২০২৫ তারিখে কমিশনের স্মারক নং- ২৮.০১.০০০০.০১২,২৩,০০২,২৫,২০০০ এর মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি তাদের কার্যপরিধি অনুযায়ী ৫ নভেম্বর ২০২৫ থেকে ৪ ডিসেম্বর ২০২৫ তারিখের জেট এ-১ এর Platts Rate এর গড়, উক্ত সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর LC Settlement এ মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেল এর মূল্য পরিবর্তন বিবেচনায় কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন চার্জ পরিবর্তন বিবেচনায় ৭ জানুয়ারি ২০২৬ তারিখে জানুয়ারি মাসের প্রতিবেদন কমিশনে দাখিল করেছে। ০৩। অদ্য ৭ জানুয়ারি ২০২৬ তারিখে প্রতিবেদনের বিষয়ে কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। বিস্তারিত পর্যালোচনান্তে ৫ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ সময়ে জেট এ-১ এর প্রকাশিত Platts Rate এর গড় বিপিসি এর LC Settlement এ মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের এর মূল্য পরিবর্তন বিবেচনায় জানুয়ারি ২০২৬ মাসের জন্য জেট এ-১ এর মূল্যহার কমিশন কর্তৃক নিম্নোক্তভাবে সমন্বয় করা হয়েছে : (ক) অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ১৪.৯৩ টাকা; এবং (খ) দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ০.৬২৪৬ মার্কিন ডলার। ০৪। জেট এ-১ এর সমন্বয়কৃত মূল্যহার সংক্রান্ত কমিশনের আদেশ ৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১২:০০টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে। ০৫। জেট এ-১ এর মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd তে আপলোড করা হয়েছে। পূর্ণাঙ্গ আদেশ কমিশনের ওয়েব সাইটে আপলোড করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত