পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এ অংশগ্রহণের জন্য ২৯ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে অন্যতম তাসকিন আহমেদ। পিএসএলের ড্রাফটে নাম দেয়া এই ক্রিকেটার প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন। তার সঙ্গে একই ক্যাটাগরিতে আছেন আরো ৭ বাংলাদেশি ক্রিকেটার। আগামী ১৩ জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। তবে ড্রাফটের আগে তাসকিনকে দলে ভেড়ানোর জন্য পাকিস্তান সুপার লিগের দুই দল লাহোর কালান্দার্স ও পেশাওয়ার জালমি আগ্রহ প্রকাশ করেছে। বিপিএলে দুর্বার রাজশাহীর কোচ ইজাজ আহমেদ তাসকিনকে কালান্দার্সে যোগদানের সুপারিশ করেছেন, আর পেশাওয়ার জালমির আগ্রহের কথা জানিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। ইজাজ আহমেদ বলেন, তাসকিন জেনুইন ফাস্ট বোলার, স্ট্রাইক বোলার। তাকে সবসময় উইকেট শিকারের জন্য ব্যবহার করা উচিত। রাজশাহীর হয়ে সে সব ম্যাচেই ভালো বোলিং করেছে, প্রতিপক্ষকে চাপে ফেলেছে। আমি আশা করি, কালান্দার্সে তার অভিজ্ঞতা আরো বাড়বে। এছাড়া তাসকিনের দুর্দান্ত বোলিং নৈপুণ্য এবারের বিপিএলে নজর কেড়েছে। তিনি রাজশাহীর হয়ে চার ম্যাচে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি। একটি ম্যাচে মাত্র ১৯ রানে ৭ উইকেট নিয়ে তিনি টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সেরা বোলিং করেছেন। পাশাপাশি তার খরচ ছিল মাত্র ৬ রান প্রতি ওভার। তাসকিন নিজে জানান, পেশাওয়ার জালমি তাকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, হারিস আমাকে জানিয়েছে পেশাওয়ার আমাকে নিতে চায়। দুটো দলই ভালো ফ্র্যাঞ্চাইজি। আমি শুধু খেলার সুযোগ চাই। দেখা যাক, ১৩ তারিখে কী হয়। তাসকিনের দলে যাওয়ার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বাসিত রাজশাহীর কোচ এবং পাকিস্তানি ব্যাটসম্যানেরা, তবে সব সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে ড্রাফটের পর।