ঢাকা ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

দুই আবাহনীর লড়াইয়ে ঢাকার জয়

দুই আবাহনীর লড়াইয়ে ঢাকার জয়

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল শনিবার একটি ম্যাচই ছিল। ময়মনসিংহ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ঢাকা আবাহনী ৪-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। এই জয়ে ৭ ম্যাচে ঢাকা আবাহনী ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে মোহামেডান ২১ পয়েন্টে টেবিলের শীর্ষে। ঢাকা আবাহনী চলতি বিদেশি ফুটবলার ছাড়াই বাজিমাত করছে। লিগে সাত ম্যাচের মধ্যে মাত্র একটি গোল হজম করেছে মারুফের শিষ্যরা। ফলাফলের ভিত্তিতে পাচ জয়, এক ড্র ও এক হার। এতে এখন তাদের এককভাবে টেবিলে দ্বিতীয় অবস্থান। গত সপ্তাহে ফেডারেশন কাপে ইব্রাহিমের গোলে মোহামেডানকে হারিয়েছিল আবাহনী। চার দিন পর আজ লিগ ম্যাচে জোড়া গোল পেয়েছেন ইব্রাহিম।

৪২ মিনিটে পেনাল্টি থেকে তিনি গোলের সূচনা করেন। ৫২ মিনিটে গাজী ব্যবধান দ্বিগুণ করেন। ৬৬ মিনিটে ইব্রাহিমের দ্বিতীয় গোল আবাহনীর জয় নিশ্চিত করে। ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দুই গোলের যোগানদাতাই ছিলেন শাহরিয়ার ইমন। ৭১ মিনিটে আলমগীর মোল্লা চতুর্থ গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। লিগের সাত রাউন্ড শেষে মোহামেডান সবার চেয়ে এগিয়ে। গত রাউন্ডে দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে তাদের ব্যবধান ছয় থাকলেও এই রাউন্ডে এক কমেছে। পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ ও ঢাকা আবাহনী যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিল। চলতি রাউন্ডে রহমতগঞ্জের হার ও আবাহনীর জয় টেবিলে পরিবর্তন এনেছে।

ঢাকা আবাহনী ১৬, রহমতগঞ্জ ১৫, ব্রাদার্স ইউনিয়ন ১৪ ও বসুন্ধরা কিংস ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে যথাক্রমে দ্বিতীয়-পঞ্চম স্থানে রয়েছে। দশ দলের মধ্যে দুটি দল রেলিগেশন হওয়ার কথা। চট্টগ্রাম টানা সাত হারে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। চ্যাম্পিয়নশীপ লিগ থেকে প্রিমিয়ারে আসা ফকিরেরপুল তিন ও ঢাকা ওয়ান্ডারার্স চার পয়েন্ট নিয়ে যথাক্রমে নবম ও অস্টম স্থানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত