ঢাকা শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

তারুণ্যের উৎসবে মেয়েদের র‌্যালি

তারুণ্যের উৎসবে মেয়েদের র‌্যালি

পায়ে স্কেটিং পড়ে ব্যানারের সামনে দিয়ে এগুচ্ছে খুদে খেলোয়াড়রা। পেছনে ব্যানার হাতে কর্মকর্তারা। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, স্লোগানে দেশে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। এরই অংশ হিসাবে র‌্যালির আয়োজন করে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। গতকাল শুক্রবার সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে ধানমন্ডি ৮নং ব্রিজ, রবীন্দ্রসরোবর হয়ে ফের সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এসে শেষ হয় এই র‌্যালি। র‌্যালিতে মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী আনজুমান আরা আকসির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা, স্থানীয় পর্যায়ে চলমান সব প্রশিক্ষণের প্রশিক্ষকরা, প্রশিক্ষণার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত