ঢাকা রোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ক্রীড়াঙ্গন সংস্কারে আরেকটি কমিটি

ক্রীড়াঙ্গন সংস্কারে আরেকটি কমিটি

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ক্রীড়াঙ্গনে সংস্কারের জন পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই কমিটি রেখেই সাত সদস্যের আরেকটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ২৪ জুন এ সংক্রান্ত একটি এক অফিস আদেশ জারি করে মন্ত্রণালয়। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এই কমিটিকে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

আগের কমিটির কার্যপরিধি ছিল বিভিন্ন ফেডারেশনের বিদ্যমান গঠনতন্ত্র পর্যালোচনা, বিদেশে দল প্রেরণের নীতিমালাসহ প্রয়োজনীয় বিষয় মূল্যায়ন করে প্রতিবেদন পেশ করা। আনুষ্ঠানিক কার্যপরিধি এটা থাকলেও পরবর্তীতে সেই কমিটিকে দিয়ে ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব করার জন্য নির্দেশনা দেয়। ৫২ ফেডারেশন-এসোসিয়েশনের কমিটি নিয়ে কাজ করতেই সিংহভাগ সময় যায় সার্চ কমিটির। ফলে গঠনতন্ত্র ও নীতিমালা সংক্রান্ত মৌলিক সংস্কারের বিষয়গুলো আনুষ্ঠানিক রূপ পায়নি।

সার্চ কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংগঠনিক সংস্কারের জন্য একটি আলাদা কমিটি গঠনের কথা বলেছিলেন। সদ্য প্রকাশিত নতুন কমিটিতে সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা ও সার্চ কমিটির আরেক সদস্য প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার থাকলেও অন্য তিন সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব.), বিকেএসপির ডিজি বিগ্রেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম ও এমএম কায়সার নেই।

নতুন এ কমিটির আহ্বায়ক ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১) সেলিম ফকির। সদস্য সচিব জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হুমায়ন কবীর। কমিটির অন্য পাঁচ সদস্য হলেন জোবায়েদুর রহমান রানা, আজাদ মজুমদার, ব্যারিস্টার শাইখ মাহাদী, উশু ফেডারেশনের সহ-সভাপতি লে. কর্নেল আবু আইয়ুব মোহাম্মদ হাসান ও জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল। ব্যারিস্টার শাইখ মাহাদী বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আইন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন কয়েকদিন আগে। উশু ফেডারেশনের সহ-সভাপতি ক্রীড়াঙ্গনে নতুন এবং জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক বেশ তরুণ সংগঠক।

সাত সদস্যের এই কমিটির আনুষ্ঠানিক কোনো নাম মন্ত্রণালয় প্রদান করেনি। এই কমিটি গঠনের উদ্দেশ্যের প্রেক্ষাপটে বলা হয়েছে, ‘ক্রীড়াঙ্গনে অধিকতর গতিশীলতা আনয়নের মাধ্যমে সুশাসন নিশ্চিতকরণে জাতীয় ক্রীড়া পরিষদ অধিভুক্ত ফেডারেশন সমূহের গঠনতন্ত্র ও অ্যাফিলিয়েশন প্রাপ্তির বিদ্যমান নীতিমালা যুগপোযোগী করণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নি¤েœাক্ত কমিটি গঠন করা হলো।’ এই কমিটির কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে- জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ আলোকে জাতীয় ক্রীড়া সংস্থাসমূহের জন্য আদর্শ গঠনতন্ত্র প্রণয়ন, অ্যাফিলিয়েশন প্রাপ্তির বিদ্যমান নীতিমালা যুগোপযোগীকরণ, অ্যাফিলিয়েশন সংখ্যা আইন ও যৌক্তিকতার সঙ্গে নির্ধারণ করা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের নীতিমালা প্রণয়ন (আইওসি ম্যান্ডেটভুক্ত ৬টি গেমস ব্যতীত)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত