
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে শুরু হয়েছে আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা। গত শনিবার প্রথম বিভাগ হিসাবে খুলনায় অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই টুর্নামেন্ট। ১০ জেলার আড়াইশ’ অ্যাথলেট ১৮টি ইভেন্টে অংশ নেন। এর মধ্যে পুরুষদের ১০টি ও মেয়েদের আটটি ইভেন্ট ছিল। সোনাডাঙ্গার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স আন্তঃজেলা অ্যাথলেটিক্সে সাতটি স্বর্ণ, চারটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয় নড়াইল। চারটি স্বর্ণ, সাতটি রুপা এবং একটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় স্বাগতিক খুলনা। এর আগে সকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের খুলনা ও বরিশাল বিভাগের উপ-পরিচালক আবুল হোসেন উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসবের অংশ হিসাবে ২৩ জানুয়ারি রাজশাহী জেলা স্টেডিয়ামে রাজশাহী বিভাগের, পরদিন সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট বিভাগের, ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা বিভাগের, ২৯ জানুয়ারি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ময়মনসিংহ বিভাগের এবং ৩১ জানুয়ারি বরিশাল বিভাগে আন্তঃজেলা অ্যাথলেটিক্স অনুষ্ঠিত হবে।