এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনেক পরিবর্তন আনার আশ্বাস দিয়েছিলেন আয়োজকরা। কিন্তু আদতে তেমন কোনো পরিবর্তন হয়নি। যে কারণে আসরের শুরু থেকেই নানা সমালোচনা করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তবে এবারের আসরের উইকেট পছন্দ হয়েছে তার। গতকাল রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচে চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান তোলে স্বাগতিকরা। জবাবে ১৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে বরিশাল। তবে অন্যান্য দিনের তুলনায় এদিনের উইকেটে রান তুলতে কিছুটা সংগ্রাম করতে হয় ব্যাটারদের। বোলাররাই দাপট দেখিয়েছেন। তামিমের ভাষায়, ‘এটা অনেকটাই কঠিন উইকেট ছিল। আমি বলবো না যে, এটা টি-টোয়েন্টির জন্য খুব খুব ভালো উইকেট। প্রথম ইনিংসে উইকেট ‘প্যাচি’ ছিল। দ্বিতীয় ইনিংসে ভালো অবস্থায় ছিল।’ ‘এ’ ধরণের ১২০ রানের ম্যাচে আপনি যদি সুযোগগুলো নিয়ে নেন ২০-২৫ রান তুলে নেন প্রথম ৩ ওভারেই তাহলে ম্যাচটা শেষ হয়ে যায়। আমরা সেটা পারিনি। আমরা একাধিক উইকেট হারিয়েছি। তেমন রান পাইনি। এজন্য চাপে পড়ে গিয়েছিলাম, ‘যোগ করেন তামিম’।
এমনকি এমন উইকেটে টস জিতে আগে ব্যাটিং নিবেন না বোলিং তা নিয়েও দ্বিধায় ছিলেন বরিশাল অধিনায়ক, ‘টসের সময় কনফিউজড ছিলাম ব্যাটিং করবো নাকি বোলিং। এরপর বোলিংয়ের সিদ্ধান্ত নেই। বোলিংয়ে বোলাররা কন্ডিশনের দারুণ ব্যবহার করেছেন।’ কিন্তু এতো কিছুর পরও এবারের আসরের উইকেটকে সেরা বলেছেন তামিম, ‘গ্রাউন্ডসম্যান এবং কিউরেটর পুরো টুর্নামেন্টে ভালো কাজ করেছেন। এক দুইটি ম্যাচ এদিক সেদিক হবে সেটা হতেই পারে। আমি মনে করি এবার যে ধরনের উইকেটে আমরা খেলছি তা শেষ কয়েক বছরের মধ্যে সেরা।’