এবারের ঘরোয়া মৌসুমে দুই রুপে দেখা গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ফেডারেশন কাপের গ্রুপ পর্ব পেরুতে পারেনি সাদা কালোরা। তবে একই খেলোয়াড় নিয়ে ঐতিহ্যবাহি দলটিকে ভিন্ন রুপে দেখা গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। টানা আট ম্যাচ খেলে অপরাজিত ছিল আলফাজ আহমেদের শিষ্যরা। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনী লিমিটেড কিংবা অন্য বড় কোন দলই টলাতে পারেনি মোহামেডানকে। অথচ সেই দলটি এবার পচা শামুকে পা কাটলো। প্রিমিয়ার লিগে নিজেদের নবম ম্যাচে নবাগত ইয়ংমেন্স ফকিরেরপুলের কাছে। গতকাল শুক্রবার হোম ভেন্যু কুমিল্লায় এক উজবেকিস্তানের গোলে মোহামেডান প্রথম হারের তেতোস্বাদ পেয়েছে। ইয়ংমেন্স ১-০ গোলে আলফাজ আহমেদের দলকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে। সেই সঙ্গে অপরাজিত তকমাও হারাল মোহামেডান। লিগে তারা নয় ম্যাচে প্রথম হারে ২৪ পয়েন্ট নিয়েও শীর্ষেই রয়েছে। সমান ম্যাচে ইয়ংমেন্স তৃতীয় জয়ে ৯ পয়েন্টে সপ্তম স্থানে উঠে এসেছে।
এই ফলাফল মোহামেডান সমর্থকদের ফিরিয়ে নিলো ৩৫ বছর আগের এক স্মৃতিতে। ওই সময় টানা ৭৬ ম্যাচ অপরাজিত থাকা মোহামেডানকে হারিয়েছিল এই ইয়ংমেন্স ক্লাবটিই। দিনটি ছিল ১৯৯০ সালের ১৬ মার্চ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইয়ংমেন্সের কাছে ২-১ গোলে হেরে থেমেছিল ঢাকা লিগে মোহামেডানের অপরাজিত থাকার যাত্রা। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান সুলেমানে দিয়াবাতেকে নিয়েই একের পর এক আক্রমণ গড়েও গোল পায়নি। আর সুযোগ পেয়েই ইয়ংমেন্স জয়সূচক গোলটি আদায় করে নেয়। প্রথমার্ধের শেষ দিকে গোলকিপারের ভুলে সুযোগ পেয়েছিলেন দিয়াবাতেও। কিন্তু আচমকা পাওয়া সুযোগ লক্ষ্যে রাখতে পারেননি মালির এই ফরোয়ার্ড। ইয়ংমেন্স গোলকিপার সাজু আহমেদ ভুল শটে বক্সের ঠিক উপরে থাকা দিয়াবাতের পায়ে তুলে দিয়েছিলেন। ৬৬ মিনিটে মোহামেডান সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ইয়ংমেন্স এগিয়ে যায়। আকবির তুরায়েভের সঙ্গে একবার বল দেয়া নেয়া করে বক্সের বেশ বাইরে থেকে উজবেকিস্তানের মিডফিল্ডার সারদোর জাহোনোভের বুলেট গতির শটের নাগাল লাফিয়েও পাননি গোলকিপার মো. সুজনকে (১-০)। যোগ করা সময়ে ইয়ংমেন্সকে বাঁচান বদলি গোলকিপার তৈয়ব সিদ্দিকী। পগাল শোধে মরিয়া হয়েও খেলেও সমতায় ফেরা হয়নি। ৭৪ মিনিটে মোহামেডানের সৌরভ দেয়ার শট গোললাইন থেকে ফেরান নাইজেরিয়ান ডিফেন্ডার সেগুন টোপে ওডুডোয়া। এর পর ৮২ মিনিটে আরিফ হোসেনের শট বাইরের জাল কাঁপায়। যোগ করা সময়ে ইয়ংমেন্সকে বাঁচান বদলি গোলকিপার তৈয়ব সিদ্দিকী। মোহামেডানের কুলদিয়াতির হেড তৈয়ব সিদ্দিকী লাফিয়ে উঠে এক হাত দিয়ে কর্নারের বিনিময়ে রুখে দিয়ে ম্যাচ ড্র হতে দেননি। শুধু তাই নয় এরই সূত্র ধরে কয়েকটি শট রুখে দিয়ে জয়ের অন্যতম নায়ক বনে যান তৈয়ব।
এদিকে ময়মনসিংহে আল আমিনের জোড়া গোলে পুলিশ এফসি ২-১ গোলে জায়ান্ট কিলার রহমতগঞ্জকে হারায়। হারলেও ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রহমতগঞ্জ। জিতে ১০ পয়েন্টে ষষ্ঠস্থানে পুলিশ। অন্যদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারিয়েছে কিংস। জয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান জনাথন ফার্নান্দেজ, সোহেল রানা, তপু বর্মন, রাকিব হোসেন ও মিগুয়েল দামাসেনো একটি করে গোল করেন। প্রথম পর্বে নয় ম্যাচে পাঁচ জয়ে কিংস ১৭ পয়েন্টে তৃতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ওয়ান্ডারার্স সপ্তম হারে আগের চার পয়েন্টে নবম স্থানেই রয়েছে।