ঢাকা শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ভাঙছে শেবাগের ২০ বছরের সংসার!

ভাঙছে শেবাগের ২০ বছরের সংসার!

ভারতের বিশ্বকাপজয়ী মারকুটে ওপেনার বীরেন্দ্রর শেবাগ ও তার স্ত্রীর বিচ্ছেদ হতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে এসেছে এমন খবর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শেবাগ ও তার স্ত্রী আরতি আহলাওয়াত ইনস্টাগ্রামে একে অন্যকে সম্ভবত আনফলো করে দিয়েছেন। সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক মাস ধরেই আলাদা থাকছেন শেবাগ এবং আরতি। অবনতি হয়েছে তাদের সম্পর্কের। সেই পরিস্থিতিতে তারকা দম্পতির ডিভোর্সের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও তাদের কারো পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রেম করে ২০০৪ সালে শেবাগ এবং আরতির বিয়ে হলেও সম্প্রতি তাদের সম্পর্কে নাকি ফাটলের ইঙ্গিত পাচ্ছেন কেউ কেউ। ওই মহলের বক্তব্য, দীপাবলিতে ছেলে ও মায়ের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন শেবাগ। কিন্তু সেই পোস্টে আরতির কোনো এনগেজমন্টে পাওয়া যায়নি। আবার সপ্তাহদুয়েক আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেরলের পালাক্কড়ে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন শেবাগ। তাতেও আরতির বিষয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। সেই পরিস্থিতিতে অনেকের মনে সন্দেহ জেগেছে যে শেবাগ এবং আরতির মধ্যে সবকিছু ঠিকঠাক নেই। এদিকে আরতির জন্মদিনেও ভারতের সাবেক ক্রিকেট তারকার ইনস্টাগ্রামে কোনো পোস্ট ছিল না। যিনি অতীতেও সোশ্যাল মিডিয়ায় আরতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সবমিলিয়ে শেবাগ এবং আরতির সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ২০০৪ সালে বিয়ে হয় শেবাগ ও আরতির। তারকা দম্পতির ঘরে দুই পুত্রসন্তানও আছে। এমন সাজানো সংসারটা কি ভাঙনের পথে?

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত