ঢাকা শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

১ম ইউসিবি গলফ টুর্নামেন্ট সমাপ্ত

১ম ইউসিবি গলফ টুর্নামেন্ট সমাপ্ত

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে ‘১ম ইউসিবি গলফ টুর্নামেন্ট-২০২৫’। গত শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গার চিফ প্যাট্রন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। টুর্নামেন্টে মোট ২২০ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে আর্কিটেক্ট মুজাহিদ বেগ উইনার, শহীদুল আনাম চৌধুরী রানার আপ, মিসেস শানাজ পারভীন সুইটি লেডিস উইনার এবং মিসেস মোরশেদা আশরাফ লেডিস রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান শরীফ জহিরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য অসামরিক ব্যক্তি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘১ম ইউসিবি গলফ টুর্নামেন্ট-২০২৫’ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত