ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

এমবাপ্পের ‘প্রথম হ্যাটট্রিকে’ রিয়ালের শীর্ষ স্থান সুসংহত

এমবাপ্পের ‘প্রথম হ্যাটট্রিকে’ রিয়ালের শীর্ষ স্থান সুসংহত

পিএসজিতে থাকাকালে ‘গোল মেশিন’ খেতাব পেয়েছিলেন। কিন্তু ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নিজেকে হারিয়ে খুঁজছিলেন। অবশেষে নিজেকে খুঁজে পেয়েছেন পিএসজিতে থাকাকালে ‘গোল মেশিন’ খেতাব পেয়েছিলেন। কিন্তু ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নিজেকে হারিয়ে খুঁজছিলেন। অবশেষে নিজেকে খুঁজে পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন এ ফরাসি তারকা। তার হ্যাটট্রিকে ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান সুসংহত করল রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন এ ফরাসি তারকা। তার হ্যাটট্রিকে ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান সুসংহত করল রিয়াল মাদ্রিদ। গত শনিবার রাতে হোসে সরিয়া স্টেডিয়ামে লা লিগার ২১ রাউন্ডের ম্যাচে এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ফলে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের পয়েন্ট ব্যবধান আরো বাড়িয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে আরেক ম্যাচে ভিয়ারেয়ালের সঙ্গে ড্র করেছিল পয়েন্ট তালিকার দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ। রিয়ালের সামনে তাই সুযোগ ছিল শীর্ষে ব্যবধান আরো বাড়িয়ে নেয়ার। এমবাপ্পের হ্যাটট্রিকে সেই সুযোগ লুফে নিল বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের পর রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপ্পে বললেন, নিজের হ্যাটট্রিকের চেয়ে ওই তিন পয়েন্টই তার কাছে বেশি কাঙ্ক্ষিত। ‘হ্যাটট্রিক করে আমি খুশি, তবে আরো বেশি খুশি দল জিতেছে বলে। আজকের জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে, আতলেতিকোর ফলাফলের পর আমাদের ওপর বেশি চাপ ছিল।’ সবশেষ পাঁচ ম্যাচে এমবাপ্পের গোল হয়ে গেল আটটি। লা লিগায় তার গোল হলো ১৫টি, সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি। লা লিগার গোলের তালিকায় শীর্ষে থাকা রবের্ত লেভানদোভস্কির চেয়ে এখন কেবল এক গোলে পিছিয়ে আছেন তিনি। ক’দিন আগে টিএনটি ব্রাজিলকে ভিনিসিউস জুনিয়র বলেছিলেন, ‘রদ্রিগো ও আমি সম্ভাব্য সব চেষ্টাই করব যাতে এমবাপ্পে লিগের সর্বোচ্চ গোলস্কোরার হতে পারে, কারণ সে এজন্যই এখানে এসেছে।’ সেই প্রসঙ্গে এবার এমবাপ্পে বললেন, নিজে সেরা হওয়ার চেয়ে দলের সেরা হওয়াটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ‘ওদের কাছ থেকে এরকম শুনতে পাওয়া দারুণ, তবে আমি বলতে চাই যে, আমিও ওদের সহায়তা করব। আমরা সবাই চাই দলের জন্য। আমি সর্বোচ্চ স্কোরার হতে পারলে ভালো না হলেও ক্ষতি নেই, ক্যারিয়ারে অনেকবারই এটা হয়েছি (ফরাসি লিগে)। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিগ জয় করা।’ কোচ কার্লো আনচেলত্তি কিছুদিন আগে বলেছেন, আক্রমণভাগের মাঝখানে খেলানোতেই আপন রূপে ফিরতে পেরেছেন এমবাপ্পে। তবে পজিশন নিয়ে পছন্দ কিছু নেই বলে আবারও দাবি করলেন এমবাপ্পে নিজে। তার মতে, দলে মানিয়ে নিতে পেরেছেন বলেই পারফরম্যান্স হচ্ছে এখন। ‘এখানে এসে প্রথম দিনই বলেছি, আক্রমণভাগে তিনটি পজিশনেই খেলতে পারি আমি। কোনোটিতেই আপত্তি নেই। প্রয়োজন ছিল স্রেফ নতুন ক্লাবে মানিয়ে নেয়া। সেটা এখন হয়ে গেছে। ভালো অনুভব করছি, মাঠে বিচরণ ও সতীর্থদের সঙ্গে বোঝাপড়া ভালো হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাঠে।’ এমবাপ্পেকে এই চেহারায় দেখে উচ্ছ্বসিত রিয়াল কোচ আনচেলত্তিও। ‘সে তো এখন এখানে খেলছে বেশ কিছুদিন হয়ে গেল। এখন সে দলে অনেক অবদান রাখছে, অনেক কিছু বয়ে আনছে। আমাদের জন্য যা দারুণ ব্যাপার। মাসদুয়েক আগেই সে ছন্দ খুঁজে পেয়েছে। আজকে প্রথমবারের মতো হ্যাটট্রিক করল, তাকে অভিনন্দন। দারুণ মানসম্পন্ন ফুটবলার সে।’ ২১ ম্য্যাচে ৪৯ পয়েন্ট রিয়াল মাদ্রিদের, সমান ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৫। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত