‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের বিকেএসপিতে শুরু হয়েছে ৬ষ্ঠ বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে এ প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে। তিনি তরুণ অ্যাথলেটদের বিকেএসপিতে উপস্থিতিকে তারুণ্যের মেলা বলে অভিহিত করেন এবং প্রতিযোগিতার সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
আন্তর্জাতিক অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলন করেন-১৫ বারের দ্রুততম মানবী রেকর্ডধারী অলিম্পিয়ান অ্যাথলেট শিরিন আক্তার ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত এবং এশিয়ান ইন্ডর গেমস্ ৪০০ মিটার প্রিন্টে সিলভার প্রদক অর্জনকারী জহির রায়হান। প্রতিযোগিতার শুরুতেই বিকেএসপির এ্যাথলেটরা তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। বালিকা ৮০০ মিটার ইভেন্টে বিকেএসপির সুমাইয়া ১ম, সুহানা আক্তার ২য় এবং নেপালের আসমিতা ৩য় স্থান লাভ করেন। বালক ৮০০ মিটার ইভেন্টেও বিকেএসপির নিয়ামুল শেখ প্রথম, সানি ইসলাম দ্বিতীয় এবং রাজশাহীর রিফাত আমিন তৃতীয় স্থান লাভ করেন। প্রতিযোগিতায় বিকেএসপি ছাড়াও দেশের সব বিভাগীয় দল ও নেপালের একটি দল অংশগ্রহণ করছে। দুইদিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ১৫০ জন এ্যাথলেট ২৫টি ইভেন্টে ৭৫টি পদকের জন্য মুখমুখি হবে। এ ধরনের আয়োজন বিকেএসপির অ্যাথলেটদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করে আয়োজক কমিটি। প্রতিযোগিতায় তারুণ্যদ্বীপ্ত অ্যাথলেটদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠে দেশের ক্রীড়াঙ্গনের নিউক্লিয়াস খ্যাত বিকেএসপি।