ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পাওয়ায় খারাপ লাগছে না শরিফুলের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পাওয়ায় খারাপ লাগছে না শরিফুলের

২০২৩ সালে দেশের সেরা বোলার ছিলেন। পরের বছর কেটেছে চোটে। এ বছর শরিফুল ইসলাম সুযোগ পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। বিপিএলের শুরুর দিকে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। তবে এখন আবার ফর্মে ফিরেছেন এই বাঁহাতি পেসার। গত বৃহস্পতিবার রাতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৯৬ রানে জয় পায় চিটাগাং কিংস। দলকে প্লে অফ নিশ্চিত করানোর পথে ৩ ওভার ২ বল হাত ঘুরিয়ে স্রেফ ৫ রান দিয়ে চার উইকেট নেন শরিফুল। এর পর তার কাছে প্রশ্ন, কিছুদিন আগে এই ফর্মটা পেলে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সুযোগ হয়ে যেত? উত্তরে হেসে শরিফুল বলেন, ‘জানি না, আফসোস নাই। আল্লাহ হয়ত ভালো কিছুই লিখে রাখছেন কপালে ইনশাআল্লাহ। খারাপ লাগছে না। আলহামদুলিল্লাহ অনেক খুশি। আল্লাহ যেটা কপালে রাখছেন সেটাই হবে। আল্লাহর ওপর ভরসা আছে। বছর দেড়েক আগে যিনি ছিলেন চূড়ায়, তিনি এখন আলোর বাইরে। ক্রিকেটারদের জন্য খুব স্বাভাবিক ঘটনা অবশ্য। এই দুই সময়ে নিজেকে কীভাবে বোঝান শরিফুল? তার মন্ত্র উপভোগ। তিনি বলেন, ‘আমি অবশ্যই সবসময় একটা চিন্তা করি সবার জীবনে ভালো এবং খারাপ সময় আছে, আসবে। আমি দুইটা সময় উপভোগ করতে চাই।

খারাপ সময় আসছে, ভেঙে পড়লে হয়ত আরো বেশি আসবে। আমি মেনে নিতে চাই।’ শরিফুলের বোলিংয়ের শক্তির জায়গা ইনসুইং। তবে বিপিএলের শুরুর দিকে সেটি তিনি করতে পারছিলেন না ঠিকঠাক। এখন আবার ইনসুইং করতে পারছেন। কতটা স্বস্তির এটা? শরিফুলের উত্তর, ‘শুরুতে হচ্ছিল না আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। পরে কোচ আমার সাথে ইতিবাচকভাবে মিটিং করে। আমার উপর বিশ্বাস রাখে। সাথে নাসু ভাইও। বলে যে যত ম্যাচ খেলবা তত ছন্দ আসবে। অইটা নিয়েই কাজ করছিলাম। বেশি বেশি নতুন বলে বল করছিলাম। এখন আলহামদুলিল্লাহ চলে আসছে।’ ‘আসলে ইনজুরির পর থেকে এফোর্টটা একটু কম হচ্ছিল। বডিটা একটু আগে পড়ে যাচ্ছিল। সেটা নিয়েই (কাজ করেছি) প্র্যাকটিসে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত