ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

সাকিবের পাশে মোস্তাফিজ

সাকিবের পাশে মোস্তাফিজ

চলমান বিপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মোস্তাফিজুর রহমান। সেরাটা না দিয়ে পারায় তার দলও প্লে-অফে উঠতে পারেনি। গ্রুপ পর্বের ১২ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। দল ব্যর্থ হলেও একটা সুখবর পেয়েছেন মোস্তাফিজ। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই পেসার। তার উপরে রয়েছেন সাকিব আল হাসান। ৪৪৪ ম্যাচে ৪৯২ উইকেট শিকার করেছেন দেশসেরা এই ক্রিকেটার। গতকাল শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা খুলনা টাইগার্সের বিপক্ষে ক্যারিয়ারের ৩৫০ উইকেট পূর্ণ করেন ঢাকা ক্যাপিটালসের এই পেসার। খুলনার বিপক্ষে খেলতে নামার আগে টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বোলিং রেকর্ড ছিলো ২৮০ ম্যাচে ৩৪৮ উইকেট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত