ঢাকা ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

ফিক্সিং ইস্যুতে বিসিবিকে চিটাগাংয়ের হুঁশিয়ারি

ফিক্সিং ইস্যুতে বিসিবিকে চিটাগাংয়ের হুঁশিয়ারি

নানা বিতর্কে জর্জরিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান একাদশ আসর। এর মধ্যে রয়েছে সন্দেহজনক পারফরম্যান্সের গুঞ্জনও। টুর্নামেন্টের একাধিক ম্যাচ সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে ১০ ক্রিকেটার ও চারটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে তদন্ত চলছে। যেখানে অভিযোগ আছে চিটাগাং কিংসের বিরুদ্ধে এবং দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুনের বিপক্ষেও। যা নিয়ে ক্ষেপেছেন চিটাগাংয়ের মালিক ও মিঠুন। তথ্য-প্রমাণ ছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রচার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির এবং অধিনায়ক মিঠুন। একই সঙ্গে বিসিবির পরামর্শ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তারা। তাদের দাবি, অ্যান্টিকরাপশন ইউনিট (আকসু) থেকে কোনো বিষয়ে জানতে চাওয়া হয়নি।

সামির কাদের চৌধুরী বলেন, ‘আকসুর মাধ্যমে কীভাবে জানল? আকসু তো বোর্ডের অধীনে। বোর্ডও তো কোনো কিছু জানায়নি। আমার প্রশ্ন হলো, কীসের ভিত্তিতে এই অভিযোগ করছেন? এদিকে চিটাগাংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, ‘আকসু থেকে আমার কাছে কোনো প্রশ্ন করেনি। আমার নামে যদি অভিযোগ থাকে, আকসু তো আগে আমার কাছে আসবে। আমার সম্মানহানি হচ্ছে। ১৫ বছরের যে সুনাম তা নষ্ট হচ্ছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত