দেশে দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে পেশাদার বক্সিং। সেই জনপ্রিয়তায় রং দিতে এবার এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজন করছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বক্সারদের ফাইট নাইট। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ানে বাংলাদেশের আটজন ও ভারতের সাতজন পুরুষ ও মেয়ে বক্সার লড়বেন। ১১টি ম্যাচ বা বাউটের মধ্যে আকর্ষণীয় ম্যাচে লাইটওয়েট ক্যাটাগরিতে নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে রুপাজয়ী রবিন মিয়ার সঙ্গে লড়বেন ভারতের মোহাম্মদ আজহারের। অংশ নেয়া প্রত্যেক বক্সারের জন্য প্রাইজমানি থাকছে এক লাখ টাকা করে। এ আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বের মাঝে বাংলাদেশের বক্সিংকে পরিচিত করার ভাবনা আয়োজকদের। টিকিট ক্রয়ের মাধ্যমে খেলা দেখার সুযোগ পাবেন বক্সিংপ্রেমীরা। গতকাল রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচণ্ডবাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির কর্ণধার মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘এটা আমাদের ৬১তম আয়োজন। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারত এবং গ্রেট ব্রিটেন ও ভারতের বক্সারদের ফাইট।’ লা মেরিডিয়ানে পুরুষদের আটটি ফাইটের পাশাপাশি থাকছে মেয়েদের তিনটি ফাইট। এর মধ্যে একটিতে বাংলাদেশের রহিমা আক্তার রত্না লড়বেন ভারতের মমতা সিংয়ের বিপক্ষে।