ঢাকা ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

আজীবন সম্মাননা পেলেন শচীন

আজীবন সম্মাননা পেলেন শচীন

শুধু ভারতেই নয়, বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এই ব্যাটিং গ্রেট ক্রিকেটে অসামান্য অবদান রাখায় রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন অনেক আগেই। বর্ষসেরা পারফর্মারদের সম্মাননা প্রধান অনুষ্ঠানে লিটল মাস্টারকে সম্মাননা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাকে কর্নেল সিকে নাইয়ুডু আজীবন সম্মাননা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। গত শনিবার মুম্বাইয়ে হওয়া অনুষ্ঠানে বর্ষসেরা (২০২৩-২৪) ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন পেসার জসপ্রীত বুমরা। মেয়েদের ক্ষেত্রে এই সম্মাননা জিতেছেন স্মৃতি মান্ধানা। বোর্ডের ৩১তম সদস্য হিসেবে আজীবন সম্মাননা পেলেন শচীন। ভারতের প্রথম টেস্ট অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৯৪ সালে চালু হয় এই পুরস্কার।

২০১৩ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলে অবসর নিয়েছিলেন শচীন। পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর বয়সে অভিষেকের পর ভারতের হয়ে খেলেছেন দুই দশকেরও বেশি সময়। তিনি ২০০ টেস্ট ও ৪৬৩টি ওয়ানডে খেলেছেন। ক্রিকেট ইতিহাসে এত ম্যাচ খেলার নজির নেই কারও। টেস্টে তার সংগ্রহ ১৫ হাজার ৯২১ আর ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬। তাছাড়া ভারতের হয়ে একটি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি। শুধু বোর্ডেই নয়, গত মাসে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাবও জিতেছেন বুমরা।

গত মৌসুমে বল হাতে দাপট দেখিয়েছেন তিনি। জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তার ছিল অসামান্য অবদান। ৮ ম্যাচে ৪.১৭ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছেন। তাছাড়া ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়েও অবদান রেখেছেন।

অনুষ্ঠানে সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা রবীচন্দ্রন অশ্বিনকেও সম্মাননা দেয়া হয়েছে। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিকে দেয়া হয়েছে ‘বিশেষ সম্মাননা’। পুরুষ বিভাগে সেরা আন্তর্জাতিক অভিষিক্ত ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন সরফরাজ খান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত