ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

জোড়া সেঞ্চুরিতে শান্তর কীর্তি

জোড়া সেঞ্চুরিতে শান্তর কীর্তি

টেস্টে জোড়া সেঞ্চুরি নতুন কিছু নয়। ৯৬ বার আছে এমন নজির। তবে একই ব্যাটারের দুবার বা এর বেশি একই টেস্টে দুই সেঞ্চুরি করাটা কৃতিত্বের। ১৯০৯ সালে প্রথম কোনো ব্যাটসম্যানকে জোড়া সেঞ্চুরি করতে দেখেছিল টেস্ট ক্রিকেট। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে যে কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ারেন বার্ডসলি। প্রথম ইনিংসে ১৩৬ করার পর দ্বিতীয় ইনিংসে ১৩০ রান করেছিলেন। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই কীর্তিই গড়লেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্রিকেটকে ৯৬তম জোড়া সেঞ্চুরি উপহার দিলেন তিনি। তবে ব্যাটসম্যানের সংখ্যা ৯৬ নয়, ৭৮ জন। নাজমুলসহ ১৫ জন ব্যাটসম্যান যে একাধিকবার জোড়া সেঞ্চুরি করেছেন। তাদের মধ্যে তিনজনের আবার এই কীর্তি আছে তিনবার করে।

স্পিনার থারিন্দু রত্নায়েকের বল রিভার্স সুইপ করলেন শান্ত। সিঙ্গেল পূর্ণ করার আগে থেকেই তিনি হেলমেট খুলে মাতলেন উদযাপনে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশের অধিনায়ক। আগের দিন ১০৬ বলে ফিফটি ছুঁয়েছিলেন শান্ত। দিনের খেলা শেষে তিনি অপরাজিত ছিলেন ৫৬ রানে। বৃষ্টির বাগড়ার পর এদিনের দ্বিতীয় সেশনে তিনি পৌঁছান তিন অঙ্কে। সেজন্য তাকে খেলতে হয় ১৯০ বল। ব্যক্তিগত মাইলফলক অর্জনের পর চালিয়ে খেলেন তিনি। মুখোমুখি হওয়া পরের ৯ বলে ৩ ছক্কাসহ আনেন ২৫ রান।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শান্ত ছাড়া জোড়া সেঞ্চুরি আছে শুধু মুমিনুল হকের। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে জোড়া সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে শান্ত খেলেছেন ১৪৮ রানের ইনিংস। গতকাল দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১২৫ রানে। ৬৬ ও ৯০ রানে দুইবার জীবন পেয়েছেন তিনি। ১৬৯ বলে তার স্কোর ছিল ৯০ রান। বাকি ১০ রান করতে খেলেছেন ২১ বল। টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার এখন শান্ত। অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরির কীর্তি আছে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান, সুনীল গাভাস্কার, অ্যালন বোর্ডারদের। অর্থাৎ অন্তত একটা দিক দিয়ে ব্র্যাডম্যানের পাশে বসেছেন শান্ত। টেস্টে একাধিকবার জোড়া সেঞ্চুরিও করেছেন ঠিক ১৬ জন। অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, ভারতের রাহুল দ্রাবিড় তাদের অন্যতম। তিন টেস্টে জোড়া সেঞ্চুরির রেকর্ড আছে আবার সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের।

সবচেয়ে বেশি ২৫ বার জোড়া সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয় ব্যাটাররা। ১৩ জোড়া সেঞ্চুরি নিয়ে দুইয়ে ইংল্যান্ড। সবচেয়ে বেশি জোড়া সেঞ্চুরি দেখেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল। দুই ইনিংসেই ১৫০ রানের বেশি করেছেন শুধু অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার। আর জোড়া সেঞ্চুরি করে দুই ইনিংসেই অপরাজিত থাকা একমাত্র ব্যাটার শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত