তারুণ্যের উৎসবে বক্সিংয়ে মেহেদী হাসান ও সামিয়া আক্তার চ্যাম্পিয়ন হয়েছে। রাজশাহীর জেলা জিমনেশিয়ামে অনুষ্ঠিত খেলায় বালিকাদের ৩৪ কেজি ওজন শ্রেণিতে সামিয়া আক্তার মোসাম্মত তন্নীকে হারিয়ে স্বর্ণপদক জেতে। বালক যুব বিভাগের ৬০ কেজি ওজন শ্রেণিতে মেহেদী হাসান শফিকুল ইসলামকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয়। দিনব্যাপী টুর্নামেন্টে স্কুল, জুনিয়র ও যুব-এই তিন বিভাগে ১০টি ইভেন্টে ৬০ জন খুদে ও যুব বক্সাররা অংশ নেয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘উৎসব আনন্দের মধ্য দিয়ে ছেলে মেয়েরা দিনব্যাপী বক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে।’