ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নতুন বিতর্কে চ্যাম্পিয়ন্স ট্রফি

নতুন বিতর্কে চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে আর খুব বেশি সময় বাকি নেই। ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া দলগুলো বেশিরভাগই পৌঁছে গেছে পাকিস্তানে। যার মধ্যে নেই ভারত। দেশটিকে ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়েছে পাকিস্তান। আয়োজকদের স্টেডিয়ামে অংশ নিতে চলা প্রত্যেক দলের পতাকা উড়তে দেখা গেলেও নেই ভারতের পতাকা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আসরের ৮ দলের মধ্যে ৭ দেশের পতাকা ওড়ানো হয়েছে। নেই শুধু ভারতের পতাকা। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমর্থকদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বলছেন, ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না বলেই পিসিবি ভারতের পতাকা রাখেনি। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ও সমর্থকরা বলছেন, পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার ‘প্রতিশোধ’ হিসেবেই পিসিবি এমনটা করেছে। অবশ্য এ প্রসঙ্গে পিসিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্যও মেলেনি দেশটির গণমাধ্যমে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর অনেক আগে থেকেই চলছে ভারত-পাকিস্তান টানাটানি। দুদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে আইসিসি ইভেন্টটিতে। শুরুতে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে যেতে চায়নি টিম ইন্ডিয়া। পরে নানা নাটকীয়তা শেষে ‘হাইব্রিড’ মডেলে সমস্যার সমাধান হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া ৭ দল পাকিস্তানের মাটিতে খেললেও এই মডেলে ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। এদিকে জার্সি নিয়েও শুরু হয়েছে জটিলতা। খবর ছড়ায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে জার্সি পরে নামবে, সেখানে লেখা যাবে না ‘পাকিস্তান’ শব্দটি। আয়োজক দেশ হলেও রোহিতদের জার্সিতে তাদের নাম চায় না বিসিসিআই। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সিতে ‘পাকিস্তান’ লেখা থাকবে বলেও খবর আসে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী আয়োজক দেশের নাম জার্সিতে লেখার বিধান রয়েছে। এরআগে একই কারণে ২০২৩ এশিয়া কাপও ‘হাইব্রিড’ মডেলে পাকিস্তান-শ্রীলঙ্কায় হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত