তারুণ্যের উৎসবে দিনব্যাপী কুস্তির ছেলে ও মেয়ে দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। গতকাল সোমবার শহিদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী খেলায় মেয়েদের বিভাগে ১০টি স্বর্ণ জিতে সেরা হয় আনসার। সাতটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ পুলিশ। অন্যদিকে ছেলেদের বিভাগে সাতটি স্বর্ণ, দুটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে সেরা আনসার। তিনটি স্বর্ণ, ছয়টি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।